শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও পথচারীকে জরিমানা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও পথচারীকে জরিমানা

বুলবুল আহম্মেদ : শেরপুরে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০টি প্রতিষ্ঠান ও পথচারীদেরকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ মে মঙ্গলবার দুপুরে শহরের কলেজমোড়, বাসস্ট্যান্ড, খোয়ারপাড় ও সজবরখিলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্যাট আল-আমীন ও সামাউল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্ব দেন।

এব্যাপারে নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি না মানায় শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে ২০ প্রতিষ্ঠান ও পথচারীদের কাছ থেকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ হাজার ৮ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *