স্টাফ রিপোটার:শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে। রোববার (১৮এপ্রিল) সকাল থেকে সোমবার (১৯এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন মহল্লায় এ ঘটনা ঘটেছে। বেওয়ারিশ কুকুরের কামড়ে ক্ষতবিক্ষতের এ ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন, শেরপুর সদর উপজেলার আনিনাপাড়া এলাকার মুক্তার (৮), নকলা উপজেলার ভূর্দি এলাকার অন্তর (২০), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (২৪), জনি (৫), হাবেজ (১৫), শাহাপাড়া এলাকার নিরব সাহা (১০), দক্ষিন নকলার আফিয়া (৪), আড়িয়াকান্দার আ: রহমান (৪৫), খুসু মনি (৭), বালিয়াদির রফিকুল ইসলাম (১৪), আমবাজ আলী (৪৭), বানের্শ্বদীর নূর হোসেন (৪২), মুক্তার (১৯), আ: মান্নান (৫০), বিবিরচরের নজরুল ইসলাম (৭০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায় রোববারে ১৩ জন ও সোমবার সকাল পর্যন্ত আরো দুইজনসহ মোট ১৫জন কুকুরের কামড়ে আহত হয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ ছিলেন।