শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নে ৬নং চরে বিষপান করে সবুজা বেগম (৫৯)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৭মে সোমবার বিকেলে ৬নং চর নিজ বাড়িতে
এ ঘটনা ঘটে। মৃত সবুজা বেগম স্থানীয় চাঁন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সবুজা বেগম মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বাড়ির লোকজনের চক্ষু আড়ালে বিষপান করেছেন এই বৃদ্ধা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে শেরপুর সদর থানায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষপান করে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।