বুলবুল আহম্মেদ: শেরপুর বিজ্ঞান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আল-আমীন (২৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুল আওয়াল মৌলভীর ছেলে।
সেমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নিজ জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।