বুলবুল আহম্মেদ: শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৪ মে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইগাতী থানা এলাকায়
অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, সন্ধ্যাকুরা এলাকার আঃ ছামাদ এর ছেলে মোঃ রাসেল মিয়া(২৫), গোমড়া এলাকার মোহাম্মদ সানোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ খোরশেদ আলম(২৪)।
পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনসুর আহাম্মদ এর নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক এসআই মন্জুরুল হক, এসআই আজিজুল হক, সহকারী উপ-পরিদর্শক এএসআই মাশরুক সিদ্দিকী সঙ্গীয় অফিসার ফোর্স সহ জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান পরিচালনা করেন। এসময় গোমড়া এলাকায় খোরশেদ এর বাড়িতে অভিযান চালানো হলে রাসেল মিয়া(২৫) ও মোহাম্মদ খোরশেদ আলম(২৪)কে ৬ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদসহ গ্রেফতার
করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীর নামে একাধিক মামলা রয়েছে । আসামীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।