বুলবুল আহম্মেদ,শেরপুর:পুরাতন ঋণ পরিশোধ করুন, নতুন ঋণ গ্রহন করুন এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের বিকেবি কুসুমহাটি শাখার আয়োজনে ঋণ আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঋণ আদায়ের মহাক্যাম্প চলে।
বিকেবি কুসুমহাটি শাখার ব্যবস্থাপক সাদিকুর রহমানের সভাপতিত্বে ঋণ আদায়ের মহাক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, বিকেবি’র আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা পরেশ চন্দ্র দাস।
এছাড়াও বিকেবি’র কুসুমহাটি শাখার উধ্বতন কর্মকর্তা মো: সোলেইমান, মাঠ কর্মকর্তা আনোয়ারুল হকসহ বিকেবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঋণ আদায়ের মহাক্যাম্পে ১শত ৪৭জন ঋণ গ্রহিতার কাছ থেকে শ্রেণীকৃত ঋণ আদায় ৮লক্ষ ২০হজার টাকা ও শ্রেণীযোগ্য ঋণ আদায় ২৬লক্ষ টাকাসহ মোট আদায় ৩৪লক্ষ ২০ হাজার টাকা। একই দিনে গ্রাহকদের মাঝে নতুন ঋণ বাবদ ১৩ লক্ষ টাকা দেওয়া হয়।