স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি। ১৯ আগস্ট শনিবার বিকেলে জেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা করে জেলা বিএনপি।

পদযাত্রাটিতে নেতৃত্ব দেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতীদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
