স্টাফ রিপোর্টারঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ শেরপুর সদর উপজেলার খেলা শুরু হয়েছে। ২৮ মে শুক্রবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় কামারেরচর ইউনিয়ন ২-০ গোলে চরমোচারিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে শুভসূচনা করেছে।
খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর জটলায় বল পেয়ে কামারেরচরের পক্ষে মিডফিল্ডার রিপন মিয়া এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লেফট উইংগার রহমত আলী পেনাল্টিতে দলের পক্ষে গোল করেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম খেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদর উপজেলার টুর্নামেন্ট সমন্বয়কারি যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান ও হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। দিনের দ্বিতীয় খেলায় বাজিতখিলা ইউপি দল মাঠে না আসায় চরশেরপুর ইউপি দলকে ২-০ গোলে ওয়াকওভার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। করোনা সংক্রমণের কারণে দর্শক বিহীন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি অনুর্ধ্ব-১৭ বছর বয়সীদের জন্য হলেও উভয় দলেই কয়েকজন উর্ধ্ববয়সী খেলোয়াড় খেলতে দেখা যায়। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তাদের বয়স অনুর্ধ্ব-১৭ দেখা গেলেও বয়স কড়াকড়ির ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, দলীয় কোচ ও ম্যানেজারদের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে উপস্থিত ক্রীড়া সংগঠকদের মন্তব্য করতে দেখা যায়।
এতে টুর্নামেন্ট আয়োজনের মুল উদ্দেশ্য ব্যহত হতে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন। উপস্থিত ইউপি চেয়ারম্যানরা অবশ্য তাড়াহুড়ো করে দল গঠন এবং খেলায় অংশগ্রহনের অজুহাত তুলে ধরেন।