বুলবুল আহম্মেদ, শেরপুরঃ ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অফিসার রিয়াসাদ সাদাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন এর সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমিন, ডি কে আইভি শেরপুর সদরের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, যুগ্ন সম্পাদক আদিল উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ১১শত ২০জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন।