শেরপুরে পরিবেশ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে পরিবেশ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে র‍্যালি শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরু, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক,পরিদর্শক সুশীল কুমার দাসসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, পরিবেশ ও জীববৈচিত্রের সুরক্ষায় বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি করাই এখন একমাত্র পথ।
আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *