বুলবুল আহম্মেদ শেরপুর: শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক পৌরসভার ২বারের মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পূণরায় দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। ১৫জানুয়ারী শুক্রবার সকালে আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি বাজার এলাকায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি’র সাথে সদ্য মনোনয়ন নৌকা প্রতীক প্রাপ্ত বর্তমান পৌর মেয়র লিটন শেরপুরে পৌছা মাত্রই হাজারো নেতাকর্মীর ভালোবাসায় ফুলেল শুভেচছায় সিক্ত হন।
পরে স্থানীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাকে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এম পি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সদ্য মনোনয়ন প্রাপ্ত বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।