স্টাফ রিপোর্টারঃ শেরপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়, চলতি অর্থ বছরের সদর উপজেলায় নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২১৮ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।