বুলবুল আহম্মেদ, শেরপুর :নবান্ন উৎসব উপলক্ষে শেরপুরের বিকেবি শাখা কর্তৃক আয়োজিত মহাক্যাম্প অনুষ্ঠানে ১হাজার ২৭জন ঋণ গ্রহিতার কাছ থেকে ১কোটি ৩০লক্ষ টাকা আদায় করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার বিকেলে ঋণ বিতরন ও ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠানে ওইসব ঋণ গ্রহিতাগণ বিকেবি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহম্মেদ এর কাছে তুলে দেন।
একই সাথে ২জন নারী বিসিক উদ্যোগতাদের ৬ লক্ষ টাকা ঋণ প্রদানসহ মোট ৩০ লক্ষ টাকা ঋণ বিতরন করেন বিকেবি শেরপুর শাখা। এদিকে নারী বিসিক শিল্প উদ্যোগতাদের ঋণ প্রদানের প্রতি গুরুত্ব দিয়েছেন বিকেবি শেরপুর শাখা। এছাড়াও আমানত সংগ্রহ বাবদ ২০লক্ষ টাকা ও আদায়কৃত ঋণের মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমান ১৫ লক্ষ টাকাসহ স্থগিতকৃত ৭ লক্ষ টাকা সুদ আদায় হয়েছে। করোনাকালীন সময়ে বিকেবি শেরপুর শাখার এটি বড় অর্জন বলে জানান, বিকেবি শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন।
এসময় ঋণ বিতরন ও ঋণ আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠানে বিকেবির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, ময়মনসিংহ বিভাগের উর্ধতন কর্মকর্তা আবুল কাওছার আকন্দ, বিকেবি শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন, বিকেবি কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি সুলতান আহম্মেদসহ বিকেবির শেরপুর শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।