শেরপুরে করোনা ভাইরাস কোভিড-১৯ এ নতুন করে আরো ২ জন সনাক্ত হয়েছে। এদের মধ্যে নকলার ১জন ও নালিতাবাড়ীর ১জন । এনিয়ে শেরপুরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৭শত ৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬শত ৯৪জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮জন। এদের মধ্যে মোট মৃত্যু বরণ করেছেন ১৫ জন।
সিভিল সার্জন শেরপুরের তথ্য অনুসারে ,মোট নমুনা সংগ্রহ হয়েছে: ১০হাজার ৮শত ৮৫। আর, টি- পি. সি. আর :১০হাজার ২৬। রেপিড এন্টিজেন টেস্ট : ৮শত ৫৯। মোট রিপোর্ট প্রাপ্তি: ১০হাজার ৮শত৭৫। আর. টি- পি. সি. আর: ১০হাজার ১৬।রেপিড এন্টিজেন টেস্ট: ৮শত ৫৯।
রিপোর্ট হয়নি (আর.টি-পি.সি.আর): ১০।
গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ টিকা গ্রহণ কারীর সংখ্যা : ১ম:০০ ২য়: ৩শত ৫৪জন।
মোট কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা: ৫০হাজার ২শত ৭১জন।