বুলবুল আহম্মেদ শেরপুর: জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার দুই বছর শেষ করে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আফসার বাবুলের সভাপতিত্বে ও দেশরুপান্তরের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও সত্যবয়ান ডটকমের প্রকাশক সম্পাদক মানিক দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, হাকিম বাবুল, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ শাহজাদা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সাংবাদিক কাজী মাসুম, জুবাইদুল ইসলাম, শেরপুর ইয়ং রিপোর্টাস ইউনিটের সভাপতি জাহিদুল খান সৌরভ, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈস ইসলাম, দপ্তর সম্পাদক সুলতান আহম্মেদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাকির উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত গণমাধ্যম কর্মী ও অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটেন দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি।