বুলবুল আহম্মেদ:শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১লা এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলাধীন ভটপুর এইচইউ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনিরুল ইসলাম ভূইয়া এর নির্দেশে উপ-পরিদর্শক এসআই মন্জুরুল হক সহকারী উপ-পরিদর্শক জুয়েল রানা, মাশরুক সিদ্দিকী কনস্টেবল রফিক, স্বপন মিয়া, ইকবাল, মাসুদ মিয়া ও সোহেল সঙ্গীয় ফোর্স সহ শ্রীবরদী উপজেলাধীন ভটপুর স্কুল মাঠে অভিযান পরিচালনা করলে ওই মাদক ব্যবসায়ীকে হাতপনাতে গ্রেফতার করে। এসময় মাদক ব্যবসায়ী শ্রী তপন চন্দ্র বর্মন (২৫) এর কাছে কাগজে মোড়ানো ৬০ পিস ইয়াবা ও মিজানুর রহমান মিলন (৪০) এর কাছে থাকা ৪০পিস ইয়াবা উদ্ধার করে হাতেনাতে গ্রেফতার করে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক এসআই মন্জুরুল হক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নামে শ্রীবরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
ধৃত আসামীদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।