বুলবুল আহমেদ:শেরপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ৯ মে রবিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ আব্দুল আলী ওরফে চরিয়া (৫৫) কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
মাটিফাটা উত্তর পাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনছুর আহমদ এর নির্দেশে উপ-পরিদর্শক এসআই মঞ্জুরুল হক, এসআই আজিজুল হাসান, এসআই ইউসুফ আলী, সহকারী উপ-পরিদর্শক এএসআই সোহেল রানা, মঞ্জুরুল, সহিদুল ইসলাম ও চৌকস কনস্টেবল রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল আলী ওরফে চরিয়াকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে শেরপুর পৌরসভার সজবরখিলা ট্রাক ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত ১১ টায় ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াছমিন(২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার নাহিদ হাসান এর স্ত্রী।
ডিবির উপ-পরিদর্শক এসআই ইউসুফ আলী, সহকারী উপ-পরিদর্শক এএসআই জুলহাস উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনসুর আহমদ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ ৬ঘন্টার পৃথক অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নামে শ্রীবরদী ও নকলা থানায় পৃথক দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ৯ মে রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।