শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক পৃথক স্থানে রাতব্যাপী অভিযান চালিয়ে ১১ জন জুয়ারিকে গ্রেফতার করেছে।
১৭ মে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ওই জুয়ারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারিদ্বয় হলো, শেরীপাড়া মহল্লার নূর ইসলামের ছেলে মমিন মিয়া (৩৫),একই এলাকার সমেজ উদ্দিনের ছেলে তারা মিয়া (৩৮),জাবেদ আলীর ছেলে দ্বীন ইসলাম, মৃত সামিক রহমানের ছেলে চাঁন মিয়া।
নালিতাবাড়ী উপজেলার জুয়ারিদ্বয় হলো, আন্দারুপাড়া এলাকার আশকর আলীর ছেলে মোঃ কফিল মিয়া (৪৫), নয়াবিল এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫), হাতিপাগার এলাকার জহুর উদ্দিনের ছেলে মোঃ শহর উদ্দিন (৩২) একই এলাকার রাজ্জাক মিয়ার ছেলে মালেক (৪২), আব্দুল হকের ছেলে হাফিজুর হক (৪০), হাতিপাগার এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে মোঃ আলাল উদ্দিন (৪৮), দুধকুড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে শওকত আলী (৪০)
এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশে ডিবির ওসি মনসুর আহমদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক এসআই আজিজুল হক, এসআই ইউসুফ আলীসহ সঙ্গীয় অফিসার ফোর্স শেরপুর পৌরসভার শেরীপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখানে থাকা ৪ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে নালিতাবাড়ী উপজেলাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি ধৃত জুয়ারিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। জুয়ারিদের নামে শেরপুর ও নালিতাবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।