শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার রৌহা গড়পাড়া বেলতলী এলাকা হইতে চাঁন মিয়া ওরফে চানু(৫৭)কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নকলা উপজেলার রামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনসুর আহমদ এর নির্দেশে ডিবির উপ-পরিদর্শক এসআই আজিজুল হাসান সহকারী উপ-পরিদর্শক এএসআই মাশরুক সিদ্দিকী, আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রৌহা গড়পাড়া বেলতলী এলকায় অভিযান পরিচালনা করেন। পরে সেখান থাকা মাদক ব্যবসায়ী কুখ্যাত গরু চোর চাঁন মিয়া ওরফে চানুকে ৩০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনসুর আহমদ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। ধৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া অরফে চানুকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।