স্টাফ রিপোর্টার:শেরপুরে ট্রাকের ধাক্কায় আমেনা পারভিন (৪০) নামে এক পথচারী মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় শেরপুর-জামালপুর মহাসড়কের পৌরশহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা পারভিন নুরে আলম সিদ্দিকের স্ত্রী এবং পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকালে নিহত পারভিন অই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বরগুনা থেকে শেরপুরগামী অতিরিক্ত পান বোঝায়কারী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভিনের মৃত্যু হয়। এসময় চালক পালিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।