স্টাফ রিপোর্টার:আজ ৩০ এপ্রিল শুক্রবার শেরপুর শহরের প্রাণকেন্দ্রে মুন্সিবাজার মাহফুজা প্লাজার দ্বিতীয় তলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শেরপুর ইউনিটের সাবেক যুব সদস্যবৃন্দ কর্তৃক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক মোঃ হায়দার আলী। আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোঃ নাজমুল আলম এবং শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক উপ যুব প্রধান এইচ বি ইতি।
এছাড়াও সাবেক যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন, হৃদয়, নাহিদ, আসলাম, উমায়ের, তরিকুল, আশিক, শিশির, রাফি, নাঈম, নিবিড়, প্রিয়া, সোহাগী, মিরা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও কার্য নির্বাহী সদস্য মোঃ নূর-ই আলম চঞ্চল এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান কাউছার আহম্মেদ অপু ও আসলাম হোসেন জুয়েল।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের এবং সাবেক যুব সদস্যবৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।