স্টাফ রিপোর্টার :শেরপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। তার ধারাবাহিকতায় গতকাল সহায়তা পেয়েছেন বিউটি পার্লার কর্মী, মহিলা শ্রমিক, সংবাদপত্র বিক্রেতা হকার ও বিভিন্ন শ্রেণি পেশার অসহায় ও দুস্থরা। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে অসহায় হয়ে পড়া পরিবারের মধ্যে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ডিসি অফিস প্রাঙ্গণে বিউটি পার্লার শ্রমিকদের সহায়তা তুলে দেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এসময় মহিলা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জী চন্দ্র বিল্টু, মহিলা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সদস্য সচিব এইচ বি ইতি সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।