শেরপুর জেলার যুবকদের মাঝে উদ্যোক্তা স্মৃষ্টিতে আগ্রহ তৈরী করতে শেরপুর জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৬ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলায় বিভিন্ন সময়ে মানব উন্নয়ন, জেলা ব্র্যান্ডিং, ইউডিসি, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি ও নারী কর্মসংস্থান উদ্যোক্তা ক্যাটাগরিতে ৭ জন যুবক-যুবতিকে এ উদ্যোক্তা পুরস্কার সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলো, মো. মিনহাজ উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, ইসমত আরা, মো. শাহিন মিয়া, খাইরুল আহেম্মেদ নিউটন, রইচ উদ্দিন আহম্মেদ ও সুমাইয়া আক্তার।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড মোর্শেদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, এডিসি জেনারেল মুক্তাদিরুল আহম্মেদ, এডিসি রাজস্ব ফরিদা পারভিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন নেজারতপ্রমূখ উপস্থিত ছিলেন ।