স্টাফ রিপোর্টারঃ শেরপুরে জেএন্ডএস গ্রুপের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশের্ব অবস্থিত জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ লিমিটেডে ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিপুল মন্ডল-সুমন বিশ্বাস জুটির জেএন্ডএস সুপার বয়েজ টিম সরাসরি ২-০ গেমে (২১-১৫, ২১-১১) সালেহীন শামীম-সবুর জুটির টিম এগ্রোভেটকে পারজিত করে শিরোপা লাভ করেন।
জেএন্ডএস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি মোঃ সাদুজ্জামান সাদী। পরে জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার) এর সভাপতিত্বে জেএন্ডএস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হুইপ পত্নী শান্তা রহমান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত,হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সানজিদা রহমান অনি, সাদিয়া রহমান অপি। আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাচিপ শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এমএ বারেক তোতা ও তার পত্নী ডাঃ বুশরা আমেনা, জি, এন্ড, এস পরিচালক মোঃ সাইফুল নাহী জিন্নুর সাকী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ ও বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ উপভোগ করেন। খেলা শেষে জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ লিমিটেডে মাঠে আতশবাজি ও ফানুস উড়ানো হয়।