স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ নির্মানাধীন ব্রীজের নির্মাণ কাজের পাহারাদার ছোরহাব আলী নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার মধ্য রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকা এ দুর্ঘটনা ঘটে। ছোরহাব আলী একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র। আহতরা হলেন ট্রাক চালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী নবী হোসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু কিনে ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি ব্রিজের পাহারাদার ছোরহাব মিয়াকে চাপা দিয়ে ওই ব্রীজের খাদে পড়ে যায়। এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা ১৩টি গরুসহ ওই পাহারাদার ঘটনাস্থলেই মারা যায়।
পরে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে ভর্তি করে।