বুলবুল আহম্মেদ:শেরপুরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের অভিযানের পাশাপাশি সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন করা হয়েছে। আজ (৩১মার্চ) বুধবার সকালে অর্ধেক যাত্রী পরিবহনসহ সার্বিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনব্যাপী এ কার্যক্রম করেন শেরপুর সদর ট্রাফিক বিভাগ।
শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহাঙ্গীর আলম।
এসময় আশরাফ আলী আকন্দ, সার্জেন্ট মির্জা বাছেদ বেগসহ ট্রাফিক বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।