বুলবুল আহম্মেদ শেরপুর:মুজিববর্ষ ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ তুলশীমালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে শীর্ষক আলোচনা সভায় জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালীউল হাসান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার আকলিমা আক্তার এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ডা. মোহিত কুমার দে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল হাই, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, ডিআইও-১ আবুল বাশার, নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম, নমুনা সংগ্রহ সহকারী আবু বকর সিদ্দিক প্রমুখ।
এসময় শেরপুর জেলার হোটেল রেস্তুোরা মালিক সমিতি, ডেইরী মালিক সমিতি, মৎস উদ্যোগতা, ফল ব্যবসায়ীসহ খাদ্য সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
