স্টাফ রিপোর্টারঃ শেরপুরের লছমনপুর ইউনিয়নে কুসুমহাটি বাজারের অবস্থিত কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
পরিদর্শন শেষে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও কুসুমহাটি বণিক সমিতির সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই,৮নং লছমনপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া সদর ছাত্রলীগের সভাপতি মোঃ রুপক, সাধারণ সম্পাদক নাজমুলসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। পরে ছলমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাখওয়াত হোসেন খোকার রুহের মাগফেরাতের জন্য দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।