বুলবুল আহম্মেদ:করোনা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুর জেলা পুলিশের আলোচনা, র্যালী ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।
রবিবার সকালে শেরপুর পৌর শহরের নিউমার্কেট মোড় এলাকায় পুলিশ সুপার হাছান নাহিদ চৌধুরী এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, জেলা বারের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাষানী, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল উপস্থিত ছিলেন।
জেলার প্রতিটি উপজেলাতেই পুলিশ এ কর্মসূচী শুরু করেছে।