স্টাফ রিপোর্টার:‘ফিরিয়ে আনি বাসযোগ্য পরিবেশথ-এ শ্লোগানে শেরপুরে করোনা মহামারির এই সময়ে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথ-বিতর্ক করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ। সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড়ে ১২ জুন রাতে ট্রাকের ওপর মঞ্চ তৈরী করে এ পথ-বিতর্কটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এ পথ-বিতর্ক আয়োজনে সহযোগিতা করে। করোনা মহামারির চেয়েও পরিবেশ দূষণ মানবজাতির জন্য অধিক ভয়ংকর-এমন বিষয়ের প্রস্তাবনায় স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দুথটি বিতার্কিক দল শালবন ও মহারশি নদী নামে বিতর্কে অংশগ্রহণ করে। বিষয়ের পক্ষে শালবন দলে সানজিদা সারাহ, মিজানুর রহমান সম্রাট ও ফাহিম ফয়সল এবং বিপক্ষে মহারশি দলে হাসান রুহানি লাবিব, নাফিউল ইসলাম নাফি এবং নওশিন তাবাসসুম সুষমী বিতর্কে অংশ নেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন এসডিডিএফের এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা ও খন্দকার শাহরিয়ার সৌরভ। সময় গণনায় ছিলেন জায়েদ হাসান সৌরভ। যুক্তিতর্কের মধ্য দিয়ে বিতার্কিকরা পরিবেশ দূষণ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও প্রভাব তুলে ধরেন। সেইসাথে পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো, খাদ্যাভ্যাস পরিবর্তন, নদী-উপকুল পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন। একইসাথে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক পড়া, শারিরীক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণে জনগণকে উদ্ধুদ্ধ করা হয়। বিতর্কে উভয় দল সমান নম্বর পাওয়ায় যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের নাফিউল ইসলাম নাফি। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল বাশার মিয়া। এছাড়া জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, পরিবার-পরিকল্পনা পরিদর্শক ছায়েদুল ইসলাম শাওন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া নারী রক্তদান সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।