বুলবুল আহমেদঃ করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া শেরপুরের অসহায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ৩মে দুপুরে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে কর্মহীন ৭শতাধিক নারী পুরুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এছাড়াও উপস্থিত কর্মহীন বিভিন্ন শ্রেণীর মানুষদের মাঝে করোনা মোকাবেলায় দিকনির্দেশনা ও মাস্ক বিতরন করা হয়।
বিতরনকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিলো,চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ।
এসময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুকতাদিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিকদত্তসহ স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।