শেরপুর প্রতিনিধি :করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুরে আরও একজনের মৃত্যু ঘটেছে। মৃত্যু হওয়া আক্কাছ আলী শেরপুর শহরের নবীনগর এলাকার দয়া সেকের ছেলে। এনিয়ে করোনায় জেলায় মোট ১৬ জনের মৃত্যু ঘটলো।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন করোনা আক্রান্ত হয়ে আক্কাছ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার তার নুমনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাসের সংক্রমন (কভিড-১৯ পজিটিভ) ধরা পড়ে। শুক্রবার তাকে জেলা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু ঘটে। শেরপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, করোনায় এ পর্যন্ত জেলায় ১৬ জনের মৃত্যু ঘটেছে।