শেরপুরে এসেছে ৩৬ হাজার করোনা টিকা

শেরপুরে এসেছে ৩৬ হাজার করোনা টিকা

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন এর কার্যক্রম শুরু হবে। আজ ২৯ জানুয়ারি সকালে ৩৬ হাজার টিকা শেরপুরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ সাংবাদিকদের বলেন, ৩৬ হাজার ভ্যাকসিনের ডোজ আমাদের কাছে এসেছে। প্রাথমিক পর্যায়ে ৪০ হাজার ডোজের চাহিদা থাকলেও আমরা পেয়েছি ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন। ৭২জন স্বেচ্ছাসেবক, ৩৬জন নার্স টিকাদানে অংশ নিবেন। সুরক্ষা অ্যাপ্সের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিরা ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মী সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

জেলা সদরে ৮টি ভ্যাকসিন টিম ও ৪টি উপজেলায় ২টি করে ভ্যাকসিন টিম কাজ করবে।

জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে এই টিকাদান কর্মসূচী চালু করা হবে। নিবন্ধনকৃত ব্যক্তিকে টিকা দেওয়ার পরে ৩০ মিনিট তাদেরকে সুরক্ষা ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হবে। কোন টিকাদান ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাদেরকে চিকিৎসা দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *