শেরপুরে ৯৫ ব্যাচ এর উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ১২ মে বুধবার সন্ধ্যায় শেরপুর নিপুন কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত ইফতার পার্টিতে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। পরে ইফতার পার্টি শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের প্লাটফর্ম হিসেবে সকলের মতামতের প্রেক্ষিতে একটি নূতন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ১জনকে আহ্বায়ক ২১জনকে যুগ্ন আহ্বায়ক করে মোট ২শত বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
নূতন কমিটিতে আহ্বায়ক হিসেবে হায়দার মাহমুদ শান্তকে মনোনীত করা হয়। এছাড়াও অন্যান্য যুগ্ন আহ্বায়করা হলেন, শামসুজ্জামান সম্রাট, অপূর্ব ভট্রাচার্জ, রুপম কুমার সিংহ রায়, লালন মোল্লা, মাসুদ রানা, মাহফুজ হাসান মুরাদ, জুলফিকর রহমান লায়ন, আল-আমীন আলীম, সপ্নকাশ দাস শুভ্র, শরিফুন নাহার সম্পা, মিলন সাহা, রাশেদুজ্জামান রাশেদ, মোর্শেদুজ্জামান, এনামুল হক, আরিফুর রহমান, রায়হান বাদশা প্রমুখ।
