শেরপুর প্রতিনিধি : দীর্ঘ দিন পর আবারও বন্ধুত্বকে ঝালাই করে একসাথে পথ চলার শপথ নিয়ে শেরপুরে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ এর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১২ মার্চ শুক্রবার রাতে ‘এস. এস. সি ব্যাচ-১৯৮৬, বাংলাদেশ’ এর কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম হেলালীর সাথে ভার্চুয়াল মিটিং এবং ১৭ জন বন্ধু’র সম্মিলিত মতামতের ভিত্তিতে সকল উপজেলার প্রতিনিধির সমন্বয়ে শহরের আবেদীন হাসপাতালের ক্যাফেটেরিয়ায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এ. এ. এম আবু তাহেরকে আহ্বায়ক এবং শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদকে সদস্য সচিব করা হয়।
১৭ সদস্যের আহ্বায়ক কমিটি’র অন্যান্যরা হলো, ৮ জন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মিল্টন (সদর), ফারুক ইমাম লিটন (সদর), মো. সরাফত আলী (সদর), মো. মিজানুর রহমান রাজা (সদর), মো. আব্দুল আওয়াল (শ্রীবরদী), মো. হাবিবুর রহমান লিটন (নালিতাবাড়ি), মো. মাহবুব আলম সোহাগ (নকলা) ও মো. আব্দুল আউয়াল (ঝিনাইগাতি) এবং অন্যান্য সদস্যের মধ্যে মো. আবুল কালাম আজাদ ফেরদৌস, শাহনেওয়াজ সাব্বির লাজু, আমিনুর রশিদ খান, মো. নাসিম তালুকদার, মো. জাহিরুল হক, মো. শওকত হোসেন ও মো. আব্দুর রশিদ।