শেরপুরে ১দিনে করোনা সনাক্তের সর্বচ্চ রেকর্ড হয়েছে। ১৪ জুন সোমবার ২৫জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন স্বাস্থ্য বুলেটিন’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের হার ১৮.১১%। আক্রান্ত ব্যক্তির মধ্যে সদরে ২৩জন, শ্রীবরদী-১ ও নালিতাবাড়ীতে ১জন।
আক্রান্ত রোগীর মধ্যে শেরপুর পৌরসভার চকপাঠক, গৃদ্দানারায়নপুর, কালিরবাজার, খরমপুর , শিংপাড়া, মুন্সিবাজার, গৃদ্দা নারায়নপুর , বাগবাড়ী, কসবা, গৌরিপুর, তাতালপুর, পুলিশ লাইন, সদর হাসপাতালসহ মোট ১৯ জন। বাকি ৪জন সদর উপজেলার চরশেরপুর, গাজীরখামার ও পাকুরিয়া ইউনিয়নে করোনা রোগী সনাক্ত হয়।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ বলছেন, শেরপুরে যে হারে করোনা রোগী সনাক্ত হচ্ছেন তাতে করে খুব শীঘ্রই নতুন ভবনের পুরোটাই করোনা রোগীদের জন্য ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান সংকুচিত হয়ে পড়বে। কাজেই এ মূহুর্তে সকলকে সচেতন হতে হবে। জন-সমাগম থেকে দূরে থাকতে হবে। অন্যথায় ঘেরাফেরা করা থেকে বিরত থাকতে হবে।