বুলবুল আহম্মেদ: শেরপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে একশত পিস ইয়াবাসহ
মাহফুজুর রহমান মিঠুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে জেলার শ্রীবরদী থানার পাহাড়ী এলাকা ঝুলগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক এসআই মোফাখখির উদ্দিন, এসআই আজিজুল হাসান সঙ্গীয় ফোর্স সহ জেলার অন্তর্গত শ্রীবরদী উপজেলাধীন জুলগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে একশত পিস ইয়াবা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিঠুন জুলগাঁও গ্রামের শহিজল মিয়ার ছেলে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মনসুর আহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।