স্টাফ রিপোর্টার:শ্রীবরদীতে ইটভাটার শ্রমিক নিখোজের খবর পাওয়া গেছে। ২৪ নভেম্বর মঙ্গলবার বিকালে থেকে ওই ইটভাটার শ্রমিককে খোজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের লোকজনের। নিখোজ ইটভার শ্রমিক শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাম হোসেনের ছেলে সোহেল মিয়া (৩১)। সোহেল মিয়া নয়ানী শ্রীবরদী এলাকায় জালাল ব্রিকস এ কাজ করতেন।
জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘ দিন যাবত জালাল ব্রিকসে কাজ করে। ২৪ নভেম্বার বিকাল ৫টার দিকে কাজ শেষে বাড়িতে আসার জন্য ইটভাটা থেকে বাহির হয়। পরে বাড়ি বা ইটভাটায় কোথাও তাকে খোজে পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিতায় রয়েছে তার পরিবারের লোকজন। গোলাম হোসেন বলেন, আমার ছেলেকে হঠাৎ খোজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে কেউ খোজে পেলে ০১৯২৪২৯৪৬০১ অথবা ০১৯৭১০১৩০৫৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে সোহেল মিয়ার পিতা গোলাম হোসেন শ্রীবরদী থানায় জি.ডি করার প্রস্তুতি নিচ্ছেন।