স্টাফ রিপোর্টার :‘সারা বাংলার বন্ধুরা চলাে আজ একসাথে হই, হাতে হাত রেখে চিৎকার করে বলি আমরা তিরানব্বই এ শ্লোগানে শেরপুরে আমরা ৯৩’র দুই বছরপূর্তি উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার রাতে হোটেল আলিশান কমিউনিটি সেন্টারে এ উৎসব পালিত হয়।
আয়োজকরা জানান, ৯৩ ব্যাচের এসএসসি পাশ করা সকল বন্ধুরা ব্যস্ততায় যার যার পেশায় নিয়োজিত। আমরা ৯৩ এর সদস্য বন্ধুদের এক প্লাটফর্মে আনার জন্য একটি গ্রুপ খুলি এবং এটাতে বন্ধুদের যুক্ত করি। ইতিমধ্যে অনেক ৯৩’র বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। পরবর্তীতে নতুন সদস্য যুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পরিচয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে দুই বছরপূর্তি উৎসব পালন করে ৯৩’র সদস্যরা। অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক ৯৩’র সদস্যরা উপস্তিত ছিলন।