স্টাফ রিপোটার:শেরপুরে নিলুফা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শনিবার (৩ এপ্রিল) ভোরে শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে চরখারচর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বৃদ্ধা নিলুফা বেগম স্থানীয় মৃত ফজর আলীর স্ত্রী।
জানা যায়, বৃদ্ধা নিলুফা বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার ভোরে সবার অজান্তে তার বসতঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এদিকে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ নিলুফা বেগমের কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্বজনরা সদর থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।