বুলবুল আহম্মেদ শেরপুর:শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরন করেছেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শেরপুর শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্রের মাঝে ওই কম্বল বিতরন করা হয়।
এ উপলক্ষে শেরপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে’র শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডা. শারমিন রহমান অমি।
এসময় কম্বল বিতরন অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক কৃষকলীগ নেতা মোঃ আবুল কাশেম আকন্দ।