নকলা প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলায় খোদেজা বেগম (৬২) নামে এক নারীর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে খোদেজা বেগমের বসত ঘরের পাশেই মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
খোদেজা বেগম ২ নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বন্দেরবাড়ী এলাকার মৃত আশকর আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ থেকে ৫ দিন থেকে খোদেজা বেগমকে খোজে পাওয়া যাচ্ছিলো না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুঁতে রাখা হয়েছিলো। গত দু’দিন থেকেই ওই নারীর ঘরের আশেপাশে ব্যাপক দুর্গন্ধ ছড়ায়। পরে আশেপাশের বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করলে আজ বৃহস্পতিবার সকালে পুকুরের মাটি খুড়ে তার লাশ বের করা হয়।
পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত পূর্বক অপারাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।