স্টাফ রিপোর্টার:শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা অনির্বাণ তরুণ সংঘের (অতস) উদ্যোগে ঈদুল ফিতরের শুভেচ্ছা পেয়েছেন এলাকার ২ শতাধিক অসহায়-হতদরিদ্র মানুষ।
১২ মে বুধবার বিকেলে জেলা কারাগার মোড়স্থ এম.এ পাবলিক স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে ওই অসহায়দের হাতে ঈদ শুভেচ্ছা হিসেবে সেমাই, চিনি, তৈল, দুধ, সাবানের প্যাকেটসহ একটি করে মাস্ক তুলে দেন সংগঠনের পরিচালক, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে অনির্বাণ তরুণ সংঘের সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাছুদুল আলম সরকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, কার্যকরি সভাপতি এডভোকেট মোঃ আশরাফুজ্জামান, সংগঠনের নেতা সুলতান মাহমুদ সুজন, আনোয়ার শাহাদাৎ জামান, এডভোকেট তাজুমুল ইসলাম, মাহবুব হাসান রুবেল, সাইফুল ইসলাম, সাদ্দাম সরকার, বাপ্পি প্রমুখ।
এর আগে একই স্থানে জেলা প্রশাসনের তরফ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০ জন অসহায়-হতদরিদ্র মানুষের হাতে নগদ ৫শ করে টাকা তুলে দেন সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস। অনির্বাণ তরুণ সংঘের সহযোগিতায় ওইসময় এডভোকেট রফিকুল ইসলাম আধার ও মাছুদুল আলম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।