স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দুস্থ ও অসহায় মহিলা ও শিশুদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি। বিভিন্ন দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করায় শেরপুরে গরিবের ডাক্তার খ্যাত হয়েছেন তিনি। গত বছর মার্চ মাস থেকে শুরু হওয়া করোনা ও বন্যার সময়েই গ্রাম অঞ্চলের অসহায় মা ও শিশুদের পাশে দাড়িয়েছেন তিনি।
গত পরপর দুটি ঈদেও চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় মানুষদের বিভিন্ন খাদ্য ও পোষাক দিয়ে সহায়তা করেছেন ডাঃ অমি, তারই অংশ হিসেবে এবারের ঈদেও তিনি শেরপুর সদরে ১৪ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দুস্থ ও অসহায় মহিলা ও শিশুদের মাঝে তার নিজ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন। এসময় পরিবার পরিকল্পনার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ডাঃ অমি বলেন, আমি আপনাদের পাশে আছি এবং সেবার মধ্য দিয়ে আপনাদের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে চাই।