শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদীতে শিশু ও নরী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে ওই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, জেলা তথ্য অফিসার, তাহমিনা জান্নাত, সহকারী জেলা তথ্য অফিসার ইব্রাহিম সেলিম মোল্লা সুমন, উপজেলা মৎস্য অফিসার, সাইদুর রহমান, ডা: আমির হোসেন সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।
এ সময় বক্তব্যরা নারী উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, সরকার শিশু ও নারী উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। বাল্য বিয়ে, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তব্যরা।