শ্রীবরদী শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরশহরের পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ বড়পোড়াগড় মহল্লার মৃত আ: রহিমের ছেলে আ: ওহাব (৬৫)। এ ঘটনায় মটর সাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।
আটককৃতরা হলো শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদে চান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আ: ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পিছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদী গামী একটি মটর সাইকেল আ: ওহাবকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আ: ওহাবকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় মটর সাইকেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।