বুলবুল আহম্মেদ শেরপুর:শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরো ১জনকে মৃত ঘোষনা করেন। এনিয়ে মোট ৪জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে শেরপুর ঝিনাইগাতী সড়কে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
নিহতরা হলেন, চাদগাঁও তিনঘরিয়া এলাকার তাহের আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (২৫), বন্ধধারা এলাকার ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী(২৫), নলজুড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০), তিনআনী ঘুটুরাপাড়া গ্রামর মৃত আঃ হাই এর ছেলে আঃ মান্নান (৫৮)।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৪জনের মৃত্যু হয়েছে। বাকিদের শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।