স্টাফ রিপোর্টার :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শত ১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭নং ভাতশালা ইউনিয়নে কেক কাটা ও আলোচনা সভা করা হয়। ১৭ মার্চ বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ জন্মদিনের আয়োজন করেন স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনছর আলীর সভাপতিত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শত ১তম জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছায়েদুল ইসলাম শাওন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ফকির,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শেরপুর জেলা সাবেক প্রচার সম্পাদক তারা মিয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সহ- সভাপতি মাছুদ রানা, সদস্য রুমান মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে’র সাধারণ সম্পাদক আবু রায়হানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।