স্টাফ রিপোর্টারঃ শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন শেরপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১৯ জুন শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের বাস ভবনে সংবর্ধনা দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল মজিদ খোকন,সহ-সভাপতি মোসাদ্দেক ফেরদৌসী,সাধারণ সম্পাদক এড.চন্দন কুমার পাল পিপি,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানু,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন,সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন বেলাল,শহর আওয়ামীলীগের সভাপতি এড.আবুল কাশেম জিপি,সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ। শেরপুর জেলায় সততার সাথে নিজ দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান হুইপ আতিক।