রবিউল ইসলাম নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলচান্দা গ্রাম থেকে বুধবার ৬ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটের সময় রয়েল স্টেজ ব্যান্ডের ভারতীয় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তথ্য সুত্রে জানা যায়,ময়মনসিংহ ৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল খালেকসহ পাঁচ সদস্যের টহলদল পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামের দিকে টহলে যাচ্ছিল। এতে মাদক চোরাচালানকারীরা মাদক পাচারের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।পরে হাবিলদার আব্দুল খালেক মদের বোতল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বারমারী বিজিবি’র ইকো কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন,সীমান্তে মাদক পাচাররোধে বিজিবি’র এ ধরনের টহল পরিচালনা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।